ফের ৩ বছরের জন্য বিজেপি রাজ্য সভাপতি নির্বাচিত দিলীপ ঘোষ
রিয়া ঘোষ :কলকাতা
আনুষ্ঠানিক ভাবে ফের ৩ বছরের জন্য বিজেপি রাজ্য সভাপতি নির্বাচিত দিলীপ ঘোষ। দিলীপেই ভরসা রাজ্য বিজেপির।রাজ্য বিজেপির সভাপতি হিসাবে ফের নির্বাচিত হলেন সাংসদ দিলীপ ঘোষ।
কিছু দিন ধরে রাজ্য সভাপতির পদ নিয়ে চলছিল জল্পনা। দৌড়ে বিজেপির রাজ্য নেতারা থাকলে, দিলীপ ঘোষ সেই দৌড়ে অনেকটায় এগিয়ে ছিলেন।
গত ১২ জানুয়ারি কলকাতা ঘুরে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহের ‘দূত’ তথা দলের সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। কোর কমিটির ১৫ জনের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তিনি। নতুন বিজেপি সভাপতি হওয়া নিয়ে রিপোর্ট জমা দেন।