প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ এবং দিলীপ ঘোষকে গো মূএ ও গোবর পার্সেল

 ব্যুরো নিউজ :আনন্দবার্তা –আজ পশ্চিমবঙ্গ রাজ্য ছাএ পরিষদের এর সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে ও মধ্য কলকাতা জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে  বিধান ভবন থেকে  রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে ,এবং তারপর DTDC Courier থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ এবং দিলীপ ঘোষকে গো মূএ ও গোবর পার্সেল করে পাঠানোর জন্য যাওয়া হলে DTDC কর্তৃপক্ষ সেটাকে গ্রহন করতে অস্বীকার করে। 


কুরিয়ার কর্তৃপক্ষের  সাথে দীর্ঘক্ষণ কথাকাটাকাটি হয় এবং ঘন্টাখানেক অবস্থান বিক্ষোভ পরে  এন্টালি থানায় DTDC Courier এর মৌলালি শাখার  বিরুদ্ধে এফ.আই.আর দায়ের করা হয়   দিলীপ ঘোষ  দাবি করে যে গো মূএ সেবনে নাকি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে,আমরা এর তীব্র প্রতিবাদ জানায় এবং আমরা মনে করি এটা অবৈজ্ঞানিক ও কুসংস্কারমূলক কথা বার্তা এরা মানুষকে সচেতন না করে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে জানালেন  ছাএ পরিষদের এর সভাপতি   আমরা মানুষের মধ্যে এই ভুল বিভ্রান্ত দূর করার জন্য  , পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে  করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মানুষের মধ্যে সর্তকতামূলক বার্তা প্রদান করি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *