প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র -ছাত্রীদের পাশ করানো হবে

রিয়া ঘোষ :কলকাতা –
“শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে, এবার প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে যেখানে আছে, তার পরের ক্লাসে তারা উত্তীর্ণ হবে।”
করোনা ভাইরাসের জেরে রাজ্যের সমস্থ শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ইতি মধ্যে উচ্চ্মাধ্যমিক পরীক্ষার ৩টি পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষা গুলি যদিও আর হবে না। টেস্ট এর ফলাফল অনুযায়ী নম্বর দেয়াও হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে সব ঠিকঠাক থাকলে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে জুলাই মাসে। এরই মধ্যে রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন বিদ্যালয় গুলি ছুটি থাকার ফলে ছাত্র -ছাত্রীদের পড়াশুনার ব্যাঘাত ঘটছে।সেই কারণে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র -ছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হবে। যদিও নবম ও দশম শ্রেণীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নি।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে, এবার প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে যেখানে আছে, তার পরের ক্লাসে তারা উত্তীর্ণ হবে। প্রোমোশন দেওয়া হবে। কাউকে ফেল করানো হবে না। কাউকে আটকে রাখা হবে না। “