পৌরসভাকে জানানোর পরও সমস্যার সমাধান না হওয়ায় ভোট বয়কটের ডাক
দেবু সিংহ :মালদা: বৃষ্টির জমা জলে প্রায় তিন মাস ধরে জলমগ্ন ইংরেজবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। জলমগ্ন ওয়ার্ডবাসীদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভাকে জানানোর পরও সমস্যার সমাধান হয়নি। তাই এবারে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়ে ২৯ নম্বর ওয়ার্ডের বাপুজী কলোনি এলাকায় জলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকাবাসীদের অভিযোগ তাদের এই সমস্যা দীর্ঘদিনের। বৃষ্টির জল জমে হাঁটুজলে পরিণত হয়েছে গোটা ওয়ার্ড। বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। একদিকে করোণা অন্যদিকে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলরকে বার বার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই এবারে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।