পূর্ব বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড -১৯ ভাইরাস পরীক্ষা শুরু
রাজীব মন্ডল :বর্ধমান -বেশ কিছুদিন ধরে পূর্ব বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড -১৯ ভাইরাস পরীক্ষা করার কাজ শুরু করার জন্য প্রস্তুতি শুরু হয়েছিল। যন্ত্রপাতি থেকে পরিকাঠামো প্রস্তুতের কাজ চলছিল। সোমবার থেকে সব কিছু প্রস্তুত হয়ে শুরু হলো কাজ।
নিয়োগ করা হয় পরীক্ষকদের। অবশেষে সোমবার সি.ডি.এস.টি বিল্ডিং এ কোভিড -১৯ পরীক্ষার কাজ শুরু হলো। বিভিন্ন জায়গা থেকে রোগীদের লালারসের নমুনা সংগ্রহ করে এখানে পাঠানো হবে পরীক্ষার জন্য।
তার পরই জানা যাবে সেই রিপোর্ট পজেটিভ না নেগেটিভ। এর পর আর কলকাতা সম্মুখীন হতে হবে না বলে জানা যায়। প্রথম দিনেই ৪টি স্যাম্পেল পরীক্ষার জন্য আসে। ওই ৪টি স্যাম্পেল পরীক্ষার কাজ চলছে বলে জানা যায়।