পূর্ব বর্ধমান জেলার বর্ধমানে করোনায় আক্রান্ত ১বছরের শিশু
রাজীব মন্ডল:বর্ধমান -পূর্ব বর্ধমান জেলার উদয় পল্লিতে শুক্রুবার দিল্লী থেকে আসা এক পরিবারের তিনজন এর মধ্যে বাচ্ছার রিপোর্ট করোনা পসিটিভ বলে জানালেন জেলাশাসক। যদিও বাচ্ছার মায়ের রিপোর্ট নেগেটিভ আসে। বাবার রিপোর্ট এখনো আসেনি বলে জানা যায়। বাচ্ছার বাবা বর্ধমানের বাইপাসে একটি হাসপাতালে রয়েছেন।জেলাশাসক জানালেন এখনো পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯। তবে তার মধ্যে ২ জন কলকাতাতেই থাকেন।
শুক্রুবার উদয়পল্লিতে করোনা রিপোর্ট পসিটিভ আসায় তড়িঘড়ি এলাকা সিল করার পাশাপাশি কনটেন্টমেন্ট জন ঘোষণা করা হয়। বেলকাশ ১ পঞ্চায়েতের অধীনে পরে উদয়পল্লি। তাই বেলকাশ পঞ্চায়েত কে বাফার জন ঘোষণা করা হয়েছে বলে জানালেন জেলাশাসক বিজয় ভারতী। পাশাপাশি ফ্লুক্লিনিক থেকে গোলসি ১ এর ১ জন এবং কালনার ১জন কে বাইপাসে একটি হাসপাতালে রাখা হয়েছে। তবে রিপোর্ট না আসায় এখনো পরিষ্কার করে কিছু জানান নি জেলা শাসক।
বিস্তারিত জানতে দেখুন :-https://www.facebook.com/Anandabartaoffical/videos/1552103918298271/