পূর্ব বর্ধমান জেলার একাধিক তৃণমূল প্রার্থীর সমর্থনে তিনটি জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পূর্ব বর্ধমান:নির্বাচনী প্রচারে ঠাসা কর্মসূচি নিয়ে পূর্ব বর্ধমান জেলায় এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 9 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার একাধিক তৃণমূল প্রার্থীর সমর্থনে তিনটি জনসভা করলেন। এদিন সকাল 11 টায় জামালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে সেলিমাবাদ সিবি গ্রাউন্ডে জেলার প্রথম জনসভা করেন মমতা ব্যানার্জি।
দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হয় গন্তার ফুটবল গ্রাউন্ডে। মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য ও মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর সমর্থনে দুপুর একটায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
তৃতীয় ও শেষ সভাটি হয় বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিক ও বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস এর সমর্থনে। জোতরাম হাইস্কুল মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয় ।বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী খোকন দাস এর সমর্থনে ও বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিশীথ কুমার মালিকের সমর্থনে গাংপুর জোতরাম স্কুল মাঠে শুক্রবার জনসভা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জনসভা উপলক্ষে বিভিন্ন এলাকা ঘিরে ছিল কড়া নজরদারি।এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র বিজেপিকে এক হাত নেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি সভাকে ঘিরে সাজো সাজো রব তিনটে বিধানসভা কেন্দ্রে।