বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পূর্বস্থলী 1 নম্বর ব্লকে এক প্রশাসনিক মিটিং

Published on: January 3, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
                                                 
                                                         রীতা ভট্টাচাৰ্য, কালনা

কালনা শহরকে পর্যটন মানচিত্রে আর এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পূর্বস্থলী 1 নম্বর ব্লকে এক প্রশাসনিক  মিটিংয়ের আয়োজন করা হয়েছিল শুত্রুবার। সেই মিটিং এ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু,মন্তেশ্বর এর বিধায়ক সৈকত পাঁজা, পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধারা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


পর্যটন শহর হিসেবে কালনা গড়ে উঠলেও থাকার মতন আধুনিক কোনো হোটেল নেই ! কোথায় কি পর্যটন কেন্দ্র রয়েছে সেই অনুযায়ী কোন গাইড ম্যাপ নেই!  প্রশাসনিক অতিথিদের থাকার জন্য কোন বাংলো ও  নেই ! 



খুব শিগগিরই সেই সবই জিনিস কালনাতে স্থান পেতে চলেছে। এদিন প্রশাসনিক মিটিং সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান কালনার এসডিও সুমন সৌরভ মহান্তি ও মন্ত্রী স্বপন দেবনাথ .
আরো জানতে ক্লিক করুন https://www.facebook.com/Anandabartaoffical/videos/2543429339234357/

Join Telegram

Join Now