
তারা আরো অভিযোগ করেন ২টি করনা আক্রান্ত মৃতদেহ শ্মশানে দাহ করা হয় বুধবার বিকালে। এলাকাবাসীরা বলেন ওই করোনা আক্রান্ত মৃতদেহ দাহ করার পরই ওই কিট গুলি এই স্থানে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পিপিই কিট গুলি পুড়িয়ে ফেলার বেব্যস্থা করে। একদিকে করোনার মৃতদেহ দাহ, অন্যদিকে কুকুরে টানাটানি করে পরে থাকা পিপিই কিট রাস্তায় ছড়িয়ে ফেলায় রীতি মতো আতঙ্কিত এলাকাবাসীরা।

যদিও মৃতদেহ দাহ করার পর দমকল বাহিনী স্যানিটারাইস করে যায়। কিন্তু এই পিপিই কিট গুলি কাদের ?দমকল বাহিনীর?নাকি দাহ করতে আসা ডোম দের ?এলাকাবাসীরা দাবী করেন যেহেতু এই নির্মালঝিলের পাশাপাশি অনেক বসতি রয়েছে,বাড়ির বাচ্ছারা রয়েছে তাই প্রশাসন এই পুরো বিষয় টা একটু গুরুত্ত নিয়ে কাজ করুক।পিপিই কিট গুলি যেন পুড়িয়ে ফেলা হয়।













