বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

নাচ-গান হইহুল্লোড়, ‘ওহ লাভলি’!’বিজয় উত্‍সব’, ঘোষণা মদনের

Published on: June 6, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

INTERNET:কোভিড ঠেকাতে রাজ্য জুড়ে বিধিনিষেধ জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন তৃণমূল নেতা মদন মিত্রের ফেসবুক লাইভ দেখে তা বোঝার উপায় নেই। মদনবাবু স্পষ্টই জানালেন বিধানসভা ভোটে কামারহাটিতে জেতার বিজয় উত্‍সব পালন করবেন তিনি, খুব শিগগিরই। দিন কয়েক আগেই নারদ কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে মদন মিত্রকে গ্রেফতার করেছিল সিবিআই। হাজত বাসের সময় শরীর খারাপ হওয়ায় হাসপাতালেও ভর্তি হয়েছিলেন কামারহাটির বিধায়ক। কিন্তু এখন বাড়ি ফেরার পর সেসব অতীত। মহা সমারোহে বিজয় উত্‍সব পালন করতে চলেছেন মদনবাবু। আজ তার দিন ঘোষণা সেরে রাখলেন ফেসবুক লাইভে। মদনবাবু জানিয়েছেন আগামী ৩০ জুন উত্‍সব করবেন তিনি। সেখানে হাজার কুড়ি লোক থাকবে। গান বাজনাও চলবে। একে ‘কামারহাটির মিলন উত্‍সব’ বলে উল্লেখ করেছেন তিনি। বলেছেন, ‘আমরা যে জিতেছিলাম তার একটা বিজয় উত্‍সব হবে। অন্তত হাজার কুড়ি লোক নিয়ে, সারা দিন রাত, বাজনা, হইহুল্লোর হবে।’ স্থানীয় একটি মাঠে সবকিছুর বন্দোবস্ত করতেও বলেছেন তিনি। তবে গোটা ব্যাপারটাই হবে দিনের আলোয়। রাতে নয়, লাইভে তাও স্পষ্ট করে দিয়েছেন মদনবাবু। এখন কথা হল, মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের বিধিনিষেধের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়িয়েছেন। রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও এখনই ছিল বিধিনিষেধ পুরোপুরি তুলে দেওয়া হবে কিনা জানা নেই। কেউ জানে না, ১৫ তারিখের পর আদেও স্বাভাবিক পরিস্থিতি ফিরবে কিনা। কিন্তু রাজ্যের এমন অবস্থাতেই ঘটা করে বিজয় উত্‍সব পালনের কথা বলে দিয়েছেন মদন মিত্র। তাও আবার কুড়ি হাজার লোক নিয়ে.

Join Telegram

Join Now