দুটি গাড়ির রেষারেষিতে মর্মান্তিক দুর্ঘটনা
দুর্গাপুর থেকে একটি ট্রাকে রড বোঝাই করে কৃষ্ণনগর হয়ে কলকাতা গামী একটি ট্রাক কুসুম গ্রাম বাজার ঢোকার মুখেই দুটি গাড়ির রেষারেষিতে পাল্টি খেয়ে যায় নয়ানজুলিতে। বোঝাই ট্রাক, ট্রাকের চালক প্রাণে বাঁচলোও গাড়ি খালাসির মৃত্যু হয়।গাড়ির চালকের নাম রাজেশ পাঠক। বাড়ি বিহার রাজ্যে। খালাসির নাম পরিচয় এখনো জানা যায়নি।খবর পেয়ে তড়িঘড়ি মন্তেশ্বর থানা পুলিশ জেসিপি সাহায্যে ট্রাকের মাল সড়িয়ে মৃতদেহ উদ্ধার করে। ড্রাইভারকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে,পরে স্বাস্থ্যের অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ।এর জেরে বর্ধমান কৃষ্ণনগর রোড দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।