দল বিরোধী কাজ করায় পূর্ব পাঁশকুড়ার পাঁচজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে বহিষ্কার

ভোটের পরেই জেলায় শুদ্ধিকরণের কাজ শুরু করল তৃণমূল।দল বিরোধী কাজ করার জন্য শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সৌমেন কুমার মহাপাত্র সাংবাদিক সম্মেলন করে কোলাঘাট ব্লক সভাপতি তপন ঘোড়া, কোলাঘাট ব্লক সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু, গৌর মালিক কোলাঘাট ব্লক কর্মদক্ষ, অরুন হাজরা, প্রধান, সিদ্ধা দু’নম্বর অঞ্চল, অরুন আদক উপপ্রধান গোপালনগর পঞ্চায়েত।
এই পাঁচ তৃণমূল কংগ্রেসের পদাধিকারী নেতাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে আজ সাংবাদিক সম্মেলন করে জানান জেলা সভাপতি। জেলা সভাপতি জানান যে পূর্ব পাঁশকুড়ার বিধানসভায় তৃণমূলের পদ নিয়ে বিজেপির হয়ে ভোট করানোর জন্যই বহিষ্কার করা হয়েছে এই তৃণমূল নেতদের।