থমথমে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের তাজপুর গ্রাম
বাঁকুড়া : গতকালের সংঘর্ষের পর আজো থমথমে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের তাজপুর গ্রাম । গতকাল রাতে এই গ্রামেই হামলা চালায় শতাধিক সশত্র দুস্কৃতি। বেশ কয়েকজন গ্রামবাসীকে মারধরের পাশাপাশি তাজপুর গ্রামে থাকা বিজেপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে ছাই হয়ে যায় বিজেপির ওই দলীয় কার্যালয়টি। দুস্কৃতিদের টাঙির আঘাতে গুরুতর জখম হন শান্তি বাগদী নামের এক বিজেপি কর্মী। গুরুতর আহত অবস্থায় রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।
ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। আজ সকাল থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে গোটা গ্রামে। ঘটনার প্রায় বারো ঘন্টা পরও এলাকার মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ। বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের দাবি গত দশ বছরে তৃনমূলের শাসানিতে ভোট দিতে পারেননি এলাকার বাসিন্দারা। এই প্রথম তাজপুরের মানুষ ভোট দিতে পেরেছে। সেকারনেই ভোট মিটতেই তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে। তৃনমূলের পাল্টা দাবি বিজেপি হামলা চালিয়েছে পার্শ্ববর্তী রাজমাধবপুর গ্রামে। বিজেপির হামলায় রাজমাধবপুর গ্রামে বাপন ক্ষেত্রপাল ও গোপী ক্ষেত্রপাল নামের তৃনমূলের দুই কর্মী গুরুতর আহত হয়েছে বলে দাবি করেছে তৃনমূল ।