চারটি বিধানসভায় জনসভা করলেন অভিষেক
পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার চারটি বিধানসভায় জনসভা করলেন অভিষেক।যেমন: কেতুগ্রাম,মঙ্গলকোট,আউশগ্রাম ও ভাতার। কেতু গ্রামের তৃণমূল প্রার্থী শেখ শাহনেওয়াজ,মঙ্গলকোটের প্রার্থী অপূর্ব চৌধুরী,আউশগ্রামের প্রার্থী অভেদানন্দ থান্ডার এবং ভাতারের প্রার্থী মানগোবিন্দ অধিকারীর সমর্থনে জনসভা করলেন রাজ্য যুব সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জির।কয়েক হাজার কর্মী সমর্থক বিভিন্ন প্রান্ত থেকে নিজ নিজ বিধানসভায়এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান,মোদি সরকার যা কথা দিয়েছিলেন সেটি বাস্তবায়িত হয়নি,কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই করে দেখিয়েছেন। মমতা ব্যানার্জি বিনা পয়সায় রেশন দেন,আর কেন্দ্র সরকার বিনা পয়সায় ভাষণ দেন, আপনারা ঠিক করুন ভোট কাকে দিবেন।এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দশ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সমস্ত বিধানসভার কেন্দ্রগুলোতে।
শেষে তৃণমূল প্রার্থী দের উদ্যেশে বোতাম টিপে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানান।