জলপাইগুড়ি জেলা শাসক এক গুচ্ছ দাবিতে স্মারকলিপি দিল KPP । কামতাপুর আলাদা রাজ্য সহ একাধিক দাবিতে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে গিয়ে কেপিপি নেতারা স্মারকলিপি দেয়। আন্দোলন কারী কেপিপি নেতারা জানান আলাসা কামতাপুর রাজ্যের যেমন দাবি রয়েছে তেমনি কামতাপুর ভাষাকে অষ্টম তপশিলে নাম নথিভূক্ত, বীর চিলা রায়ের নামে সেন্টাল ইউনির্ভাসিটি, বীর চিলা রায়ের জন্মদিনে ছুটি, উত্তরবঙ্গে এইএমস হাসপাতাল সহ একাধিক দাবি স্মারকলিপি দিলাম। আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
কামতাপুর আলাদা রাজ্য সহ একাধিক দাবিতে স্মারকলিপি
By anandabarta
Published on: July 30, 2021

---Advertisement---