বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

করোনা সঙ্কটের মধ্যে রাজনীতি করতে নেমে ছিলেন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা-গ্রেফতার করলো পুলিশ

Published on: April 18, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

মারণ ভাইরাস করোনা মোকাবিলায় গোটা দুনিয়ার মতো গোটা দেশজুড়ে চলছে লকডাউনএই সময় রাজনীতির ঊর্ধে গিয়ে কাজ করতে হবেতাহলেই মানুষের মঙ্গলকিন্তু রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পেতে এবার করোনা সঙ্কটের মধ্যেও রাজনীতি করতে নেমে ছিলেন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরাকিন্তু সিপিএমের সেই ফন্দি কাজে এলো না
                     
সূর্য-বিমানদের গ্রেফতার করলো পুলিশ। এই কঠিন সময়ে শহরের বুকে নেমে তাঁরা রাজনীতি করছেনআজ, রাজ্যের মানুষও সিপিএমের এমন অবিবেচক কর্মসূচিকে ধিক্কার জানাচ্ছে

 উল্লেখ্য, দুর্নীতি, কালোবাজারি বন্ধ করে মানুষকে ন্যায্য রেশন পৌঁছে দিতে হবেমিথ্যা নয়, সঠিক তথ্য চাইরাজ্য জুড়ে নমুনা পরীক্ষা বাড়াতে হবে, সমস্ত তথ্য মানুষের সামনে আনতে হবেরেড রোডে প্রতীকী প্রতিবাদে সিপিএম ও অন্যান্য বামপন্থী দলসমূহের নেতৃবৃন্দ এই কর্মসূচির ডাক দিয়েছিলপ্রথমে তাঁরা জনবহুল এন্টালি বাজারে এই কর্মসূচির ডাক দিয়েছিলপরে তা বাতিল করে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে করেনসেখানেই পুলিশ বাম নেতৃবৃন্দকে গ্রেফতার করে

Join Telegram

Join Now