করোনা ভাইরাসের টিকা আবিষ্কার কয়েক ধাপ এগিয়ে…..পূর্ব বর্ধমানের এক বিজ্ঞানীর

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টায় যক্ষা রোগের টিকা বিসিজি কে একধাপ উন্নত করে করোনাভাইরাস এর টিকা তৈরীর খোঁজ চালাচ্ছে একদল গবেষক. যার মাথায় রয়েছেন বাঙালি বিজ্ঞানী তথা পূর্বস্থলীর নিমদহর বাসিন্দা গোবর্ধন দাস. করোনা ভাইরাসের টিকা আবিষ্কার এর জন্য কয়েক ধাপ এগিয়েছে বলে দাবি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর নিমদহ -র যুবক গোবর্ধন বাবুর. বর্তমানে দিল্লির পালামবিয়া-র বাসিন্দা গোবর্ধন বাবু দীর্ঘদিন ধরে যক্ষা রোগের টিকা বিসিজি নিয়ে গবেষণা করে আসছেন।
তার টিম ও তার ভাবনায় উঠে এসেছে, যে সমস্ত দেশে বিসিজি টিকা করন করানো হয়, সেই সমস্ত দেশে করোনার প্রকোপ অনেকটাই কম. তাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিসিজি টিকার ওপর করোনা ভাইরাস এর প্রোটিন লাগিয়ে কোভিড 19 টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক. ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে গোবর্ধন বাবু ও তার টিমের আবিষ্কৃত গবেষণার বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে।
আর তারপরই পূর্বস্থলী নিমদহ বাড়িতে আনন্দের ছবি ধরা পড়লো. বড় ছেলের এই সফলতায় খুশি গোবর্ধনবাবুর গোটা পরিবার. গোবর্ধনবাবু মা-বাবা দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করে চলেছেন তার ছেলে যেন টিকা আবিষ্কারের মাধ্যমে বিশ্বকে এক নতুন পথের সন্ধান দেয়. যেখানে বিজ্ঞান এর উপর ভরসা রেখে মারণ ভাইরাসকে হারাতে প্রস্তুত গোবর্ধন বাবু ও তার টিম. ঠিক সেইখানে তার পরিবারের তরফে ভগবানের কাছে প্রার্থনা সফল হয়ে দেশের বাড়িতে ফিরুক তাদের ছেলে. শুধু পরিবার নয় পুরো এলাকাও তাকে নিয়ে গর্বিত আজ।