করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে
পার্থ মজুমদার :বর্ধমান -করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ৷ প্রথমে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে স্বপনবাবুকে স্থানান্তরিত করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে৷
সূত্রের খবর, রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ মন্ত্রী ত়থা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা স্বপন দেবনাথের করোনা সংক্রমণ সংবাদে জেলা তৃণমূল কংগ্রেস উদ্বিগ্ন৷
রাজ্যের এই মন্ত্রী করোনা রোগীদের দেখভালের কাজেও করেছেন৷ পিপিই পরে তিনি হাসপাতাল পরিদর্শন করেছেন৷ তা স্বত্বেও নিজেকে করোনার হাত থেকে রক্ষা করতে পারলেন না৷ এর আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসু, নির্মল মাজিরা আক্রান্ত হয়েছিলেন করোনায়৷ তবে সুস্থ হয়ে তাঁরা সকলেই ফের কাজে নেমেছেন৷ স্বপনবাবুরও দ্রুত আরোগ্য কামনা করেছে তাঁর ঘনিষ্ঠ মহল। করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু৷অন্যদিকে মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী বাংলায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল৷ একদিনে মৃত ৪৯ জন৷ আক্রান্ত আরও প্রায় ৩ হাজার৷