এক মহিলাকে বিজেপি সাংসদ ঘরে নিয়ে যাওয়ার কুপ্রস্তাব,সাংসদ জানান এটা রাজনৈতিক ষড়যন্ত্র
মাধব দেবনাথ: রানাঘাট – মহিলাকে ঘরে নিয়ে যাওয়ার কুপ্রস্তাব, সাংসদের লেখা মেসেজ সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল ঘিরে বিতর্ক। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। উল্লেখ্য 2 দিন আগে জগন্নাথ সরকারের হোয়াটস্যাপ ম্যাসেজের কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
যেখানে দেখা যায় কোন এক মহিলাকে বিজেপি সাংসদ একটি ঘরে নিয়ে যাওয়ার কুপ্রস্তাব দিচ্ছেন।শুধু তাই নয় ওই মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে সাংসদের অবৈধ সম্পর্ক রয়েছে তাও ওই মেসেজের মাধ্যমে উঠে আসে। ওই মেসেজ ভাইরাল ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। যদিও ভাইরাল হওয়া এই তত্ত্বে বিষয়ে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের চক্রান্ত দেখছেন সাংসদ জগন্নাথ সরকার।
এ বিষয়ে প্রশ্ন করা হলে জগন্নাথ সরকার বলেন, এগুলো কম্পিউটারাইজড করা যায়, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক জনপ্রিয়তা জগন্নাথ সরকারের সাংসদ হিসাবে যখন জয়লাভ করেছিল তার চেয়ে অনেক বেড়েছে। কাজ ইতিমধ্যেই করছি, সেই কারণে বিরোধী পক্ষ ষড়যন্ত্র করে যাতে জনপ্রিয়তা হ্রাস করা যায়,বদনাম করিয়ে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায় তারই একটি প্রয়াস। এসব সাজানো ঘটনা সম্পূর্ণ ব্যর্থ হবে। এই দিয়ে আমাকে রোখা যাবে না। প্রতিদিন মানুষ যেমন বিজেপিতে যোগদান করছে ঠিক সেইভাবেই যোগদান হবে। ইতিমধ্যেই দলকে জানানো হয়েছে আমার পক্ষ থেকেও সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।