আবারও করোনা আক্রান্তের হদিশ শহর বর্ধমান এ

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এক যুবকের শরীরে COVID ১৯ পজেটিভ পাওয়া যাওয়ায় বেপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। COVI D -১৯ পজেটিভ আক্রান্ত ২৭ বছরের ওই যুবক বর্ধমান ১৭নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকার বাসিন্দা। সোমবার পূর্ব বর্ধমান জেলাশাসক বিজয় ভারতী জানান ভিন রাজ্য থেকে যে সকল পরিযায়ী শ্রমিক আসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে ওই ২৭ বছরের যুবকের শরীরে পাওয়া যায় করোনার ভাইরাস। 


জানা যায় ওই যুবক গুজরাট থেকে ফিরেছে। তার রিপোর্ট পজেটিভ আসায় তার সংস্পর্শে থাকা ৫ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের টেস্ট এর জন্য নমুনা সংগ্রহ করা হবে। খবর আসার সাথে সাথে প্রশাসন এলাকা সিল করে দেয়। পাশাপাশি ওই এলাকাকে কনটেন্টমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। 

এদিন বর্ধমান মেডিকেল কলেজ ও  হাসপাতালে এক প্রসূতি করোনা আক্রান্ত বলে জানা যায়। এই খবর ছড়িয়ে পড়ায়  হাসপাতাল চত্বর এ চাঞ্চল্য ছড়িয়ে পরে। যদিও প্রসূতি আক্রান্ত হওয়ার বিষয়ে প্রশাসনের কোনো রিপোর্ট পাওয়া যায়নি বা এর সত্যতা আনন্দবার্তা ও যাচাই করেনি।  
আরও জানতে দেখুন – https://www.facebook.com/pg/Anandabartaoffical/videos/?ref=page_internal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *