বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অতিরিক্ত জেলা শাসকের চেম্বারে ঢুকে অ্যাসিড নিয়ে হামলা

Published on: August 15, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

দেবু সিংহ -মালদা:অতিরিক্ত জেলা শাসকের চেম্বারে ঢুকে অ্যাসিড নিয়ে হামলাঅল্পের জন্য বাঁচলেন অতিরিক্ত জেলা শাসক বিকাশ সাহাঅভিযোগের তীর এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধেঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য শুক্রবার সন্ধায়  মালদা জেলা পরিষদে

হামলাকারী পঞ্চায়েত কর্মীর  নাম মিতা মুখার্জীকালিয়াচক ৩নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতে কর্মরতবেশ কিছুদিন ধরেই বদলির আবেদন করেনআর এই কারনেই কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেনঅভিযোগ শুক্রবার সন্ধায় অতিরিক্ত জেলা শাসক  চেম্বারে বসে ছিলেন।  সেই সময় তার ওপর এসিড হামলা চালায়যদিও গায়ে অ্যাসিড লাগেনিএরপর সেখান থেকে অভিযুক্ত ওই কর্মী পালিয়ে যায়



মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক বিকাশ সাহা জানান, এদিন দপ্তরের কাজ কর্ম করছিলামসেই সময় হঠাৎই এক মহিলা দরজা খুলে আমাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেসেই সময় আমাদের অন্যান্য স্টাফরা ছুটে এসে তাকে ধরতে গেলেব্যক্তিকে এসিড এর বোতল বের করে আমার ওপর ছুঁড়ে দেয়যদিও আমার গায়ে লাগেনি ,সেই এসিডের বোতল পড়ল মাটিতে পড়ে যায়গোটা ঘটনায় ইংলিশবাজার থানার পুলিশকে জানানো হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ

            

Join Telegram

Join Now