হলদিয়া –হলদিয়ায় মাঝনদীতে টর্নেডো! হলদিয়া বন্দরের অদূরে হুগলি নদীতে নয়াচর সংলগ্ন এলাকায় শুক্রবার বিকালে নাগাদ টর্নেডোর দেখা মেলে। তবে হলদিয়ার স্থলভূমিতে আসার আগেই তা দুর্বল হয়। এদিন বন্দরের টাগ জেটি থেকে বন্দরের কর্মীরা হঠাৎ ঘন মেঘলা আকাশ থেকে বিশাল কালো শুঁড় নেমে আসতে দেখেন। তার প্রভাবে জল ফুলে ওঠে বেশ কয়েক ফিট। ওই সময় টর্নেডোর পাশ দিয়ে বন্দরগামী তেলের জাহাজ আসছিল। তবে তার কোনও প্রভাব তেমন পড়েনি। টর্নেডো আসছে খবর শুনে বন্দরের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে। হলদিয়া বাসি টর্নেডো দেখার জন্যই নদীর উপকূলে ভিড় জমায় ।
হুগলি নদীতে নয়াচর সংলগ্ন এলাকায় টর্নেডো
By anandabarta
Published on: June 11, 2021

---Advertisement---