হুগলি ধনিয়াখালি ও পান্ডুয়া বিধানসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের সাহায্যার্থে লকেট চট্টোপাধ্যায়ে
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেরে গেছেন লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মজুমদারের কাছে হেরে যান লকেট চট্টোপাধ্যায়।চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের হার আশ্চর্যজনক বলে উল্লেখ করেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।হারের পর কিছুদিন চুপচাপ হয়ে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।কিন্তু কোভিড পরিস্থিতি এবং ইয়াসের তাণ্ডবে বিধ্বস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বেরিয়ে পড়েছেন লকেট চট্টোপাধ্যায়।
আজ হুগলি ধনিয়াখালি ও পান্ডুয়া বিধানসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের সাহায্যার্থে লকেট চট্টোপাধ্যায়ের উদ্যোগে খাবারের আয়োজন করা হয়।উল্লেখ্য রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ইয়াসের দাপটে যাদের বাড়ি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কুড়ি হাজার টাকা দেওয়া হবে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হলে ৫০০০ টাকা সাহায্য করবে রাজ্য সরকার। কিন্তু লকেট চট্টোপাধ্যায় অভিযোগ তুলেছেন ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের পর বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সেই বাড়িগুলি ঠিক করতে প্রশাসন দাঁড়াচ্ছে না। এখনও বহু বিজেপি কর্মী ঘরছাড়া ঘরে ফিরতে পারছে না।