সৌরভ চক্রবর্তী প্রাইমারি শিক্ষক নিয়োগে টাকা তুলেছেন, সরাসরি অভিযোগ শুভেন্দুর
INTERNET:-লাল চুল, কানে দুল, তার নাম যুব তৃণমূল। এরা শুধু ‘মাল তোলো’। এরা এসএসসি করবে না। পশ্চিমবঙ্গে দু’কোটি বেকার সৃষ্টি করেছেন মাননীয়া। এই সরকারের হাত থেকে বাংলাকে বাঁচান।’ তাঁর নিশানা সরাসরি তৃণমূলের যুবনেতা সৌরভ চক্রবর্তীর দিকে।আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে টাকা তুলেছেন পরীক্ষার্থীদের থেকে।
আজ রবিবার, জলপাইগুড়ির বেরুবারিতে ভোট প্রচারে এসে সরাসরি এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ‘জলপাইগুড়িতেও তোলাবাজ আছে। তৃণমূলের যুবনেতা।এ ব্যাপারে ফোন বন্ধ পাওয়ায় সৌরভ চক্রবর্তীর প্রতিক্রিয়া পাওয়া জায়নি