বাঁকুড়ায় শুরু জয়পুর পর্যটন উৎসব
ইন্দ্রানী সেন :বাঁকুড়া
ম্যারাথন দৌড় ও অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাঁকুড়ায় শুরু জয়পুর পর্যটন উৎসব। আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার এছাড়াও উৎসবের প্রধান জয়পুরের ভূমিপুত্র মন্ত্রী শ্যামল সাঁতরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক মানস মণ্ডল, জয়পুর ব্লকের বিডিও ভৌমিক, জয়পুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ইয়ামিন শেখ সহ অন্যান্যরা।
উল্লেখ্য এলাকায় সংস্কৃতির পরিমণ্ডল বিকাশে এই উৎসবের সূচনা করেন মন্ত্রী শ্যামল সাঁতরা। জয়পুরের জয় হোক গানের রচনা করেন জয়পুরের প্রাক্তন বিডিও ধ্রুবপদ শাণ্ডিল্য।মেলা চলবে আগামী ২১জানুয়ারি পর্যন্ত।