নদী চুরির কথা শুনেছেন ? চুরি হচ্ছে নদী..
মালদাঃ-চুরির কথা তো অনেক শুনেছেন। কখনো কি নদী চুরির কথা শুনেছেন ? হ্যা ঠিক শুনছেন নদী চুরি। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের চোঁখে ধুলো দিয়ে দিনের পর দিন নদীর বুকে গড়ে উটছে একের পর এক বহুতল মার্কেট কমপ্লেক্স থেকে শুরু করে ঘরবাড়ি। শুধু তাই নয় নদী বক্ষে বালির বস্তা দিয়ে নদী পথ বিবর্তন করে নির্মাণ হচ্ছে ঘর বাড়ি রিসোর্ট । তবে এই ঘটনা নতুন নয়, দিনের পর দিন এভাবেই নদী চুরি হয়ে আসছে মালদহের চাঁচলে। চাঁচল শহরের মুল জল নিকাশি ব্যাবস্থা মরা মহানন্দা নদী। যা চাঁচলের বুক চিরে বেরিয়েছে। শহরের সমস্ত জমা জল ওই মরা মহানন্দা নদীর পথ দিয়ে চলে যেত।
কিন্তু বিগত কয়েক বছর ধরে ওই নদী বক্ষে গড়ে ওঠেছে একের পর বহুতল।যায় ফলে সামান্য বৃষ্টি হলেই চরম জল যন্ত্রণা দৃশ্য দেখা মেলে শহরের একাধিক এলকায়। এমনটাই নদী চুরির অভিযোগ তুলে সরব হয়েছেন চাঁচল পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেষ পান্ডে। শুধু সরব নয় রীতি মতো লিখিত অভিযোগ করেছেন ব্লক আধিকারিকের কাছে।চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য সমস্যা সুরাহার আশ্বাস দিয়েছেন।পঞ্চায়েত সমিতির সদস্যর সরবে পাশে সামিল হয়েছেন চাঁচল শহরের বাসিন্দারাও। চাঁচলে নদী চুরির ঘটনা নিয়ে মহকুমা ও জেলা শাসকের দফতরে লিখিত অভিযোগ নিয়ে দারস্থ হন অমিতেষ ।