আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের সাধারণ মানুষ,রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Published on: June 17, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

তুহিন শুভ্র আগুয়ান; নন্দীগ্রামঃ লাদাখে ২০ জন ভারতীয় সেনার শহীদ হওয়ার প্রতিবাদে এবার পথে নামল ভারতের সাধারণ মানুষসোমবার রাতে পূর্ব লাদাকের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সংঘর্ষ শহীদ হন ২০ জন ভারতীয় সেনাযার ক্ষোভে বুধবার সকালে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের ভেকুটিয়া এলাকার মানুষজন । 
                         
উল্লেখ্য, বিশ্ব মহামারী করোনাভাইরাসের আবিষ্কারের পেছনেও চীনের হাত রয়েছেযার জন্য বর্তমানে ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাএমন পরিস্থিতিতে অবশ্য ভারতীয়দের তরফ থেকে সমস্ত চীনা দ্রব্য বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছেআর এর মাঝেই চীন ও ভারতের সংঘর্ষে শহীদ হন কুড়ি জন ভারতীয় সেনাআর সেই ঘটনায় এখন গোটা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছেআর এই ক্ষোভে বুধবার সকালে জেলার নন্দীগ্রাম ১ ব্লকের ভেকুটিয়ার শ্রীহরিমোড় এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে চীনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজনশহীদ জাওয়ানদের আত্মার  শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন তারাযেভাবে ভারতের উপর চীনের অত্যাচার বেড়ে চলেছে তাতে আগামী দিনে চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছেনস্থানীয় বাসিন্দা সীতাপতি জানা বলেন, “চীন আমাদের থেকে কোটি কোটি টাকা  মুনাফা লুটছেকিন্তু সেই চিহ্ন অযৌক্তিকভাবে ভারতের ওপর হামলা চালিয়ে যাচ্ছেতাই আমরা আজ থেকে সমস্ত চিনা দ্রব্য বয়কটের ডাক দিলাম।”

সবমিলিয়ে বলা চলে লাদাখের ভারতীয় সেনা জওয়ান শহীদ হওয়ার ঘটনায় এখন ক্ষোভে ফুঁসছে গোটা দেশএমন পরিস্থিতিতে চীনকে একঘেয়ে করে তোলার জন্য ইতিমধ্যে চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের সাধারণ মানুষ। 

Join Telegram

Join Now