আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

কলকাতা টলি পাড়ায় খুশির হাওয়া

Published on: May 31, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
হাসি ফিরলো কলকাতা টলি পাড়ায়। ১লা জুন থেকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে শুরু করার অনুমতি সিনেমা ,সিরিয়াল ,ওয়েব সিরিজের। 
 ৩৫জনের ইউনিট নিয়ে শুটিং এর অনুমতি। কি কি নির্দেশ মানতে হবে জানিয়ে দিয়েছে দিয়েছে ইতি  মধ্যে রাজ্যসরকার। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে শুটিং করতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক।  না হলেই আইনি ব্যবস্থা।রিয়েলিটি শোয়ের শুটিং এখনই শুরু করা যাবে না। আউটডোর শ্যুটিংয়ের ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে কনটেইনমেন্ট জোনগুলি। 
 বহুদিন ধরে টলিপাড়ার সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজের শ্যুটিং বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন বহু কলাকুশলী। বিশেষ করে শ্যুটিং বন্ধের প্রভাব পড়েছিল দৈনিক রোজগেরে কলাকুশলীদের মধ্যে।তবে কলাকুশলীদের সাথে কথা বলে একটা গাইডলাইনে বানিয়ে কাজ শুরু হবে বলে জানান হয় আর্টিস্ট ফোরাম এর পক্ষ থেকে।  
                             

Join Telegram

Join Now