আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

কড়া নজরদারি পুলিশ প্রশাসনের

Published on: October 30, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান – আজ হিন্দু ভাষাভাষী মানুষদের পবিত্র ছট পূজা আজ সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যদেবের প্রণাম এবং সকালে সূর্য ওঠার সময় সূর্যদেবের প্রণাম তাদের মূলনীতি। বর্ধমান সদরঘাট এলাকায় লক্ষাধিক মানুষ ভিড় জমায় এবং সেখানে স্নান ও পূজা অর্চনা করেন। প্রতিবছরই ছট পুজোর দিন অর্থাৎ আজ বিকালে এবং আগামীকাল ভোরে লক্ষাধিক মানুষের ভিড় হয়।

বর্ধমান শহর ছাড়াও দূরদূরান্তে হিন্দু ভাসাভাষী মানুষরা এখানে আসেন কোন রকম অপ্রতিকর ঘটনা এড়াতে সদা তৎপর পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বর্ধমান পুলিশ প্রশাসনের উদ্যোগে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সমগ্র এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা চাদরে পাশাপাশি বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে সব ধরনের আয়োজন করা হয়েছে।

Join Telegram

Join Now