এই প্রথম পূর্ব বর্ধমান থেকে রাজ্য স্তরের মুখপাত্র
দেবাশীষ ঘোষ :বর্ধমান -ইতিমধ্যে রাজ্য স্তরের 24 জনের সমন্বয় কমিটিতে ঠাঁই পেয়েছেন ।মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী জাতীয় ও রাজ্য স্তরের মুখপাত্রদের নাম ঘোষণা করলেন ।তাতে রাজ্য স্তরের মুখপাত্র হিসেবে, বর্ধমান জেলার গ্রামীণ এলাকার তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা তথা বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতির নাম রয়েছে ।এ বিষয়ে দেবু টুডু কে ফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন একেবারে তৃণমূল স্তর থেকে রাজনীতিতে উঠে এসেছি। তারপরও যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার ওপর ভরসা রেখেছেন তার জন্য তাঁকে কৃতজ্ঞতা ও প্রণাম জানাই ।
কিভাবে সামলাবেন এই দায়িত্য প্রশ্ন করা হলে তিনি বলেন যেভাবে এতদিন জেলা পরিষদ সামলেছি,জেলা কো-অর্ডিনেটর এর পদ সামলেছি সেইভাবেই সকলের ভালোবাসা শুভেচ্ছা সহযোগিতা নিয়ে আগামী দিনে কাজ করব । সমস্ত কর্মীদের নিয়ে আগামী দিনে এই করোনা পরিস্থিতির মধ্যে কাজ করতে হবে । মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের মানুষের পাশে আছেন ।আমরাও তার নির্দেশ মেনে মানুষের পাশে থাকব।
এখন তিনি অসুস্থ।তিনি বলেন সুস্থ হয়ে ফিরে যে দায়িত্ব দিয়েছেন সেই কাজে নেমে পড়বেন। ৭দিনের মধ্যে দু -দুটো দায়িত্ব পেয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জী কে।