বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আব্বাস ফিরহাদ কে ‘ধোঁকাবাজ’ বললেন

Published on: April 5, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

সোমবার হুগলির চণ্ডীতলা বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারের হয়ে সেখানে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ। চণ্ডীতলায় তিনি বলেন, ”এই যে পীরজাদা, তিনি আমার কাছে এসেছিলেন বোঝাপড়া করতে। আমাকে বলেছিলেন, ৩৬টি আসন ছেড়ে দিতে। কিন্তু আমরা রাজি না হওয়ায় বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করছে। লড়াই করতে ময়দানে যখন নেমেছ, তখন লড়াই তো হবে।”আব্বাস যদিও ফিরহাদের এই দাবি উড়িয়ে পাল্টা তাঁকে ‘ধোঁকাবাজ’ বলে মন্তব্য করেছেন।

আব্বাস বলেন, ”উনি মিনি পাকিস্তান না কি একটা কথা বলেছিলেন। এই কথা বলে উনি বিজেপি-কে টোপ দিয়ে এ রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানালেন। এমন কাজ করে তিনি এক জন গদ্দার হিসেবে প্রমাণিত হয়ে গিয়েছেন।”আব্বাসের বিরুদ্ধে এমন অভিযোগ করায় ফিরহাদের উপর ক্ষুব্ধ জোটের নেতারা। বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়ে জোট আলোচনা এগোতে বড় ভুমিকা নিয়েছিলেন আব্বাসের ভাই তথা আইএসএফ-এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। আসন রফা নিয়ে তৃণমূলের সঙ্গে কোনও আলোচনা হয়েছিল বলে তিনিও মানতে চাননি সোমবার। তাঁর কথায়, ”যিনি এমন দাবি করেছেন, তিনি যদি তাঁর দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেন, তা হলে কথা দিচ্ছি, আইএসএফ বাংলার রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াবে।

Join Telegram

Join Now