বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

গাছ বাঁচাতেই কিছু ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলে ছুটছেন প্রধান শিক্ষক

Published on: April 26, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

স্কুল ছুটি কিন্তু বিদ্যালয়ের গাছ বাঁচাতেই কিছু ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলে ছুটছেন প্রধান শিক্ষক সরকারি নিয়মে গত ২২শে এপ্রিল থেকে বিদ্যালয়গুলি অনির্দিষ্টকালের জন্য ছুটি। প্রখর গ্রীষ্মের কারণে তাপমাত্রার পারদ চড়েছে ৪২-৪৪ ডিগ্রি। কিন্তু এমন দাবদাহে বিদ্যালয়ে থাকা গাছগুলি কিভাবে বাঁচবে? বিদ্যালয় অঙ্গন জুড়ে যে নানান গাছপালা।

এই ক’দিনে জল না পেয়ে গাছগুলি মৃতপ্রায়।টগর, করবি,জবা,বাসক সোনাঝুরি সহ বিভিন্ন পাতাবাহারের গাছগুলিতে জল দেবার জন্য কিছু ছাত্র-ছাত্রী নিয়ে প্রধান শিক্ষক ছুটছেন বিদ্যালয়ে। এমনই দৃশ্য ধরা পড়েছে বীরভূমের ময়ূরেশ্বর চক্রের উলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৫৭। শিক্ষক রয়েছেন মোট পাঁচজন।

প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই জানিয়েছেন ছাত্র- ছাত্রীদের তরফ থেকে এদিন উপস্থিত ছিল রণি কোনাই, তাজ সেখ, মিনারুল সেখ, মহিদুল সেখ,অরণ্য কোনাই, সেখ সামিম, শুভ ধীবর, কুলসুম খাতুনরা। প্রধান শিক্ষকের ডাকে আজ সকালেই গাছে গাছে জল দেবার জন্য তারা হাজির হয়। বিদ্যালয়ের পাম্প চালিয়ে তারা সমস্ত গাছে জল দেয়। শিক্ষার অঙ্গন থেকে পড়াশোনার পাশাপাশি যে দায়িত্ববোধের ও শিক্ষা পাওয়া যায় এই ঘটনা তার উদাহরণ বৈকি!

Join Telegram

Join Now