অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার

পশ্চিম বঙ্গের সংস্কৃতি মমতা ব্যানার্জী নষ্ট করেছেন। সিপিএম ২৫ শতাংশ দায়ী থাকলে একশো ভাগ জন্য দায়ী মমতা ব্যানার্জী'

পশ্চিম বঙ্গের সংস্কৃতি মমতা ব্যানার্জী নষ্ট করেছেন। সিপিএম ২৫ শতাংশ দায়ী থাকলে একশো ভাগ জন্য দায়ী মমতা ব্যানার্জী’। শুক্রবার বাঁকুড়ার সোনামুখীতে দলীয় এক কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি আরো বলেন, অত্যাচার, হিংসা, গণতন্ত্র সব শেষ করে পুলিশকে তিনি ‘ক্যাডারে’ পরিনত করেছেন। এই মুহূর্তে যদি প্যারামিলিটারি দিয়ে সোনামুখী সহ বাঁকুড়ার তিন পৌরসভায় ভোট হলে সিপিএম এক-দুটি ওয়ার্ডে জিতলেও তৃণমূল ‘শূণ্য’ ও বিজেপি সিংহভাগ আসনে জিতবে বলেও ভবিষ্যৎবাণী করেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বিগত পৌরভোটে মানুষ ভোট দিলেও আই.সিকে সঙ্গে নিয়ে এস.ডি.ও ই.ভি.এম বদল করেছেন বলেও তিনি অভিযোগ করেন। এই অবস্থায় আগামী ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবেনা, ২০২৪ তেই বিধানসভা ভোট হবে বলে তিনি দাবি করেন।

 

রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রী আচার্যপদে নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, অর্ডিন্যান্স জারি করলেও রাজ্যপালের সই লাগে। উনি যা চাইবেন বিজেপি বা কেন্দ্রীয় সরকার তা হতে দেবেনা বলেও তিনি দাবি করেন।শুধু এস.এস.সিতে দূর্ণীতি নয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু নেতা নেত্রীকে অবৈধভাবে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ করেছেন বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। একই সঙ্গে ঐ নাম না করে ওন্দা ও কোতুলপুরের প্রাক্তন বিধায়করাও ঐ দূর্ণীতিতে যুক্ত বলে তিনি দাবি করেন।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী সম্প্রতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর জঙ্গল মহল রাজ্যের দাবি প্রসঙ্গে বলেন, বঞ্চনার বিরুদ্ধে এই আওয়াজ উঠেছে। তবে রাজ্য ভাগের বিষয়টি দলীয় মত নয়, যা বলেছেন ওঁরা তা একান্তই তা তাদের ব্যক্তিগত মত।

 

অনুব্রত মণ্ডল, বিধায়ক সওকত মণ্ডলদের সি.বি.আই হাজিরা এড়ানো প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাড়ার এই সব ‘পাঁচু মস্তানদে’র কেন সিবিআই ধরছেনা জানিনা। বাংলার মানুষদের মতো এই প্রশ্ন বিরোধী দলনেতা হিসেবে তারও বলে তিনি জানান। একই সঙ্গে তৃণমূল নেতারা পরিবারের অন্যান্যদের সঙ্গে ‘গার্লফ্রেণ্ড’দেরও চাকরী দিয়েছে বলে তিনি দাবি করেন।এদিন হিংসামুক্ত রাজনীতি,ভয়মুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিজেপির সংকল্প সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সোনামুখীর বুড়ো শিবতলা মোড় থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পদযাত্রা শুরু হয়ে পৌরসভার সামনে শেষ হয়। সেখানে এক সভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *