বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

প্লাবনের আশঙ্কায় প্রহর গুনছে নদীর দুই কুলের বাসিন্দারা

Published on: September 13, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে সারা বাংলা সহ বিহার ঝাড়খন্ডে। তারই জেরে আজ বিকেল পাঁচটায় হিংলো ড্যাম থেকে দুটি গেট দিয়ে যথাক্রমে 2592 কিউশেক এবং5778 কিউসেক জল ছাড়া হয়েছে।

মোট 8370 কিউসেক হিংলো ড্যাম থেকে জল ছাড়ার দরুন অজয় নদীর নতুন করে প্লাবনের সৃষ্টি হতে পারে। ফোনের মাধ্যমে ইলামবাজার বিডিও শেখ জসিমুদ্দিন সাংবাদিকদের জানান অজয় নদীর এই জল ছাড়ার ফলে প্রশাসন কড়া দৃষ্টি রাখছে। তবে ভয়ের আশঙ্কা নেই বলে তিনি জানিয়েছেন।

Join Telegram

Join Now