ICC WOMEN’S T20 WORLD CUP ফাইনালে হার মানলো ভারত

 অবশেষে পরাজয় —শেষ হাসি অধুরা 

মেলবোর্ন এ টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ২০ ওভারে ১৮৪/৪ রান করে।জবাবে ভারতীয় মহিলা দল ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানে অল আউট হয়ে যায়।৮৫ রানে T ২০ ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভার এ ১৮৪ রান করে ৪ উইকেট অস্ট্রেলিয়া।



Heally ৭৫ এবং Moony ৭৮ রান করে। ভারতীয় দের ডিবি শর্মা ২টি উইকেট এবং পুনাম যাদব ,আর পি যাদব ১ টি করে উইকেট পান। ডিবি শর্মা ব্যাট হাতে ৩৩ রান করলেও জয় জানিয়ে আন্তে পারে নি। অস্ট্রেলিয়ার বোলার M S C hutt ১৮ রান দিয়ে ৪ উইকেট এবং Jonassen ২০ রান দিয়ে ৩ উইকেট নেন।প্লেয়ার  অফ দা ম্যাচ Heally,প্লেয়ার অফ দা সিরিজ হন  Moony.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *