তিনি তিনবার আত্মহত্যা করার কথা ভেবেছিলেন

প্রথম চার ম্যাচে প্লেয়িং ইলেভেনে সুযোগ পাননি,বিশ্বকাপে তিনি ২৩ উইকেট নিয়েছেন।

নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।  ম্যাচের নায়ক হয়েছেন একজনই,মহম্মদ শামি।শামি ৫৭ রান দিয়ে ৭ উইকেট নেন।নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল  নতি স্বীকার করে শামির  বোলিংয়ের কাছে । ম্যান অব দ্য ম্যাচ শামি।

বিশ্বকাপে তিনি ২৩ উইকেট নিয়েছেন।প্রথম চার ম্যাচে প্লেয়িং ইলেভেনে সুযোগ পাননি তিনি।ফিরে এমন কামব্যাক করলেন যে সবাই তাকিয়ে রইলেন।কখনও বিশ্বাসঘাতক,কখনও তাঁর বিরুদ্ধে আনুগত্যের,ধর্মকে কেন্দ্র করে শামিকেও বহুবার আক্রমণ করা হয়েছে।বিরক্ত হয়ে আত্মহত্যা করার কথা ভাবছিলেন।

২০২১ সালে ভারত পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ হেরেছিল। এই ম্যাচের পরে তাঁকে বিশ্বাসঘাতক বলেছেন শামিকে ট্রোল করে।তাঁর নিজের স্ত্রী হাসিন জাহান  বিশ্বাসঘাতকতার অভিযোগ ছাড়াও শামির বিরুদ্ধে অনেক ফৌজদারি মামলাও করেছিলেন। কঠোর পরিশ্রম শুরু করেন।নিজেকে গরম লোহার মত উত্তপ্ত করল।

দলে ফিরেছেন শামি। এমন একটি প্রত্যাবর্তন করেছেন যে রেকর্ডের ঝড়ের সৃষ্টি হয়েছিল।একমাত্র ভারতীয় বোলার ওয়ানডে-তে ৭ উইকেট নিয়েছেন। বিশ্বকাপে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন শামি।শামিকে বিশ্বাসঘাতক এবং আনফিট বলেছিল তাঁরাই সাধুবাদ জানাতে বাধ্য হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *