‘আবকে বার ৪০০ পার’
রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের কোনটিতে কী রকম অবস্থা, তার পুঙ্খনাপুঙ্খ রিপোর্ট পাঠাতে হবে
১৪ মাস সময়,নেতা থেকে কর্মী সমর্থকদের সামনে লক্ষ্যমাত্রা দিলেন শাহ।দলের সামনে ২০২৪’র লোকসভা নির্বাচনের নতুন লক্ষ্যমাত্রা।বাংলা থেকে ঠিক করে দিয়েছেন তিনি ২৫টির বেশি আসন।অমিত শাহই একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে দাঁড়িয়ে শ্লোগান তুলেছিলেন, ‘আবকে বার ২০০ পার’।লক্ষ্যমাত্রার ‘আবকে বার ৪০০ পার’অর্ধেকও অর্জন করতে পারেনি পদ্মশিবির।তাহলে কী ২০২৪’র ভোটে বিজেপির জয়যাত্রা ২০০’র নীচেই থেমে যাবে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজত্বের ‘হাওয়া’ বুঝতে কেন্দ্রীয় নেতাদের আবারও এ রাজ্যে পাঠানোর পাশাপাশি এখানকার ‘হালহাকিকত’ বুঝে নিতে চাইছেন শাহ।বাংলায় দলের সংগঠন বলতে আর কিছুই নেই। নিচু তলা থেকে উঁচুস্তরে দলের ভাঙন ঠেকাতেই কার্যত ল্যাজেগোবরে হচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।জার্সি বদল করছেন সাংসদ থেকে বিধায়কেরা। সেখানে ২৫ Plus কোথা থেকে আসবে!শাহর কড়া নির্দেশ বঙ্গ বিজেপিকে, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের কোনটিতে কী রকম অবস্থা, তার পুঙ্খনাপুঙ্খ রিপোর্ট পাঠাতে হবে। বিজেপির আদি নেতারা এটা মানছেন বাংলায় বিজেপি ৫টি আসন জেতার মতো অবস্থাতেও নেই। দেশেও ৪০০ দূরঅস্ত।