মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোভিড বিধি ভাঙ্গার অভিযোগ , কমিশনকে চিঠি বিজেপির

বুধবার জনসংযোগের লক্ষ্যে ভবানীপুরের একটি গুরুদ্বারায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার কোভিড বিধি ভাঙার অভিযোগে কমিশনকে চিঠি লিখলেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি’র নির্বাচনী এজেন্ট সজল ঘোষ । চিঠিতে বলা হয়েছে গুরুদ্বারাতে মুখ্যমন্ত্রী যাওয়ার দিন বিপুল জনসমাগম হয়েছে।

তৃণমূল নেত্রীকে অনুসরণ করে সমর্থকরা ভিড় করেছেন গুরুদ্বারাতে। তাঁদের বেশিরভাগের ভাগের মুখেই মাস্ক ছিল না এবং স্যানিটাইজার ব্যবহার করেননি তাঁরা। ফলে কোভিড বিধি ভঙ্গ হয়েছে। এই দাবিতে বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসারকে অভিযোগ জানালেন সজল ঘোষ।

নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়ে চিঠিতে সজল ঘোষ আরও জানিয়েছেন, ব্যাপক জনসমাগমের ফলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন। এমনকি যান চলাচলও ব্যাহত হয়েছে। তৃণমূল নেতারা ইচ্ছেকরে প্রচার পাবার আশায় গণমাধ্যমকে সেখানে আসার জন্য আহ্বান জানান।

যার ফলে ভিড় আরও বাড়ে। কোভিড পরিস্থিতিতে নির্বাচন উপলক্ষ্যে কমিশন যে একাধিক নির্দেশিকা জারি করেছে তাকে অগ্রাহ্য করেছেন মুখ্যমন্ত্রী বলেও অভিযোগ। তিনি আবেদন করেছেন, আগামী সময়ে যেন ভবানীপুরের মুখ্যমন্ত্রী প্রার্থীকে এই ধরনের জনসংযোগের অনুমতি না দেওয়া হয়।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নামেও কোভিড বিধি ভঙ্গ করার অভিযোগে চিঠি দিয়েছিল তৃণমূল। মনোনয়ন জমা দিতে যাবার দিন কমিশনের নির্দেশ অনুযায়ী পাঁচ জন সঙ্গে থাকার কথা। কিন্তু সেই নিয়মকে লঙ্ঘন করেছে বিজেপি বলে অভিযোগ জানায় তৃণমূল।

যার জবাবে আবার ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার প্রিয়াঙ্কাকে চিঠি দিয়ে উত্তর দেওয়ার নির্দেশ দিন। প্রিয়াঙ্কার তরফে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই তৃণমূল-বিজেপি সংঘাত বাড়ছে। একে অপরকে এক ইঞ্চি জমিও যে ছেড়ে দেবে না তা স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *