তিন নবজাতকের জন্ম দিলেন এক মা
শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিলেন এক মা
শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিলেন এক মা,৩৩ বয়সের রমা রায় ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠীর টুকলিমারীতে প্রসূতি মা একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তিন সন্তানের একটি ছেলে দুই মেয়ে পরিবার সন্তানদের নাম রেখেছে প্রয়াস ,প্রত্যাশা ও প্রত্যুষা ।রমা রায় জানায়আলট্রাসনোগ্রাম করে জানলাম,পেটে দুজন নয়, আছে তিনজন। প্রথমত ভয় পেয়েছিলাম,খুশিও হয়েছিলাম।
এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে অনেকেই ওই বাড়িতে দেখতে আসেনএখন মনে হয়, কাকে রেখে কাকে কোলে নেব তিনজনকে একসঙ্গে। বিয়ের ৮ বছর পর ৮ মাসে বাচ্চা জন্ম দুই দুই লক্ষ্মী,এক কার্তিক। খুব ভালো লাগছে তিনজনই ভালো আছি।
গত ২৭ তারিখ শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে এই তিন সন্তানের জন্ম হয়।প্রয়াস,প্রত্যাশা ও প্রত্যুষাবাবা বিকাশ রায় জানায় ৮ বছর আগে রমা রায়ের সাথে বিয়ে হয়ে।বহু দিন পর সন্তান পেলাম তাও আবার একসঙ্গে তিনটি এর আগের কোনো সন্তান ছিল না। পরিবারে আমি সহ সকলে খুশী।ভালো লাগছে এই ভেবে ২৭ তারিখে মধ্যে রাতে তিন সন্তান জন্ম নেয়, এক মিনিট এক মিনিট অন্তর অন্তর।