বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে
বর্ধমান উত্তর বিধানসভার অন্তর্গত কপিবাগান বিজেপির কার্যালয় ভেঙে দিল দুষ্কৃতীরা। ঐ এলাকার বাসিন্দারা জানান শনিবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন বিজেপির কার্যালয়টি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। কার্যালয়ের ভেতরে থাকার চেয়ার-টেবিল ভেঙে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও এই ব্যাপারে ঐ এলাকার বাসিন্দারা বা বিজেপির কর্মীরা ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এবিষয়ে তৃনমূল কংগ্রেসের জেলাপরিষদের মেম্বার নরুল হাসান বলেন যারা ভাঙছে তারা খুব অন্যায় করছে এ বিষয়ে পুলিশ প্রশাসন ব্যাবস্থা নেবে আমাদের নেত্রী বলে দিয়েছে।
এই ঘটনায় তৃনমূল কংগ্রেস কনোভাবেই যুক্ত নয়।এদিকে এদিন বর্ধমান জেলা বিজেপির সম্পাদক শ্যামল রায় বলেন কিছু বলার নেই, এখনতো ভাঙচুরের রাজনীতি চলছে। ভোটের ফল ঘোষনার পর থেকেই কর্মীদের ঘড় ভাঙছে, কোমর ভাঙছে ,পার্টি অফিস ভাঙচুর হচ্ছে আমরা পুলিশের উপর ভরসা রাখি ।এদিন তিনি আরও বলেন আগে কর্মীদের বাঁচাতে হবে। কর্মীদের বাঁচায় তারপর এরকম একটা কেনো আরো ১০০টা পার্টি অফিস গড়বো ।