বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অশ্রু সিক্ত নয়নে বিদায়

Published on: January 3, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
                                                      আজিজুর রহমান -গলসি 

  মর্মান্তিক দুর্ঘটনার নিহত ৫ জনের মৃতদেহ ফিরে এলো গলসির গ্রামে বিকেল চারটে নাগাদ একই পরিবারের চারজনের মৃতদেহ আসে গলসি ১ নম্বর ব্লকের বন্দুটিয়া গ্রামে ও বাকি একজনের মৃতদেহ নিয়ে যাওয়া হয় গলসি ২ নং ব্লকের শিকারপুর গ্রামেমঙ্গলবার  রাত্রি দুটোর সময় একটি বালির লড়ি পাল্টি খেয়ে চাপা দেয় শ্বাশুড়ি সহ একটি গোটা পরিবারকে। 



 যেখানে ঘুমের মধ্যে বালি চাপা পরে মারা যায় সুচিত্রা মালিক ও তার মেয়ে দোলন মন্ডল জামাই বাপি মন্ডল, তার দুই বছরের নাতি আবির মন্ডল, নয় বছরের নাতনী নন্দিনী মন্ডল এর পাশাপাশি গুরুতর জখম হয় সুচিত্রার ছেলে শ্রীকান্ত মালিকতিনি এখন বর্ধমানে হাসপাতালে চিকিৎসাধীন


 সকাল থেকে স্থানীয় গ্রামবাসী ও ব্লকের তৃণমূল নেতৃত্ব মৃতদেহ আনতে যায় বর্ধমানের মর্গেমৃতদেহ এনে গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ একত্রে শ্মশানে গিয়ে শেষকৃত্য সম্পাদন করেনগ্রাম থেকে মৃতদেহ কাঁধে তুলে শ্বশ্মানে নিয়ে যান গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন ও পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ্য রহিম মির্জামৃত বাপির পরিবারের হাতে নগদ চার লক্ষ ও মৃত সুচিত্রার পরিবারের হাতে দেডলক্ষ টাকা তুলে দেওয়া হয়তার পাশাপাশি শ্রীকান্তর সকল চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়

Join Telegram

Join Now